Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

হালুয়াঘাট উপজেলাধীন সমবায় দপ্তরে ইউনিয়ন বহুমূখী,কৃষি,ভূমিহীন,যুব, শ্রমিক, ব্যবসায়ী, পানি ব্যবস্থাপনা, সার্বিক গ্রাম,উন্নয়ন, ক্রেডিট ইউনিয়ন,ভিবিও, মহিলা, সঞ্চয ও ঋণদান, সিআইজি, গারো প্রকল্পভূক্ত, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী জীবনযাত্রা উন্নয়ন কম্পোনেন্ট, আশ্রয়ণ প্রকল্প ও অন্যান্য সমবায় সমিতি বিদ্যমান। সর্বমোট সমবায় সমিতির সংখ্যা-৩৪০টি, মোট সদস্য সংখ্যা-২১,৩৫১জন। তম্মধ্যে পুরম্নষ সদস্য সংখ্যা-১৪,২২০জন, মহিলা

সংখ্যা-৭,১৩১জন। সর্বমোট শেয়ারের পরিমাণ ৪,৯৫,০০,৯৫০/-টাকা,সঞ্চয় আমানতের পরিমাণ ৪৫,০২,০৩,০২৫/-টাকা, উক্ত সমবায় সমিতি গুলো কর্মরত কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা ১০৪জন। সমিতির স্থাবর সম্পত্তির মূল্য-২,০০২০.০০০/-টাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ-৮৫,০০,০০০/-টাকা ২০১৬-২০১৭অর্থ বছরের লাভজনক সমবায় সমিতির সংখ্যা ৪২টি।