* বৈধ উপায়ে নিজেদের অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০(বিশ) একক ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান হয়ে থাকে এবং ক্ষেত্র বিশেষ নিবন্ধকের নিকট সুপারিশসহ আবেদন প্রেরণ করা হয়।
* সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনিদিষ্ট বিধানাবলী সম্বলিত উপ-আইন নিবন্ধন করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনবোধে উপ-আইনের সংশোধনী নিবন্ধন করা হয়।
* সরকারী কর্মসূচীর আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লÿÿ্য গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০/-(তিনশত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়।
* দারিদ্র বিমোচনের লÿÿ্য স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপÿÿ ৩০০০/-(তিন হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপÿÿ এক কোটি টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপÿÿ ২০,০০০/-( বিশ হাজার) টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস